Home শিক্ষা ও ক্যাম্পাস ১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু–শিক্ষামন্ত্রী

১৪ নভেম্বর থেকে এসএসসি পরীক্ষা শুরু–শিক্ষামন্ত্রী

34

স্টাফ রিপোটার: আগামী ১৪ নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। আজ বুধবার ২৭ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান তিনি।
জানা গিয়েছিল, এসএসসি সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে মন্ত্রণালয় ১৪ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৩ নভেম্বর পরীক্ষা শেষ করার বিষয়ে অনুমোদন দেয়।

তিনি জানান, এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ১৮ লাখ ৯৯৮ জন। আর তিন লাখ এক হাজার ৮৮৭ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। ভোকেশনালে অংশ নিচ্ছে এক লাখ ২০ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
এবারে বিদেশেও ১৯ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।