Home সারাদেশ ১০ দফা দাবীতে প্রধানমন্ত্রীকে কৃষক সমিতির স্মারকলিপি

১০ দফা দাবীতে প্রধানমন্ত্রীকে কৃষক সমিতির স্মারকলিপি

35

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল ,মৌলভীবাজার: কৃষি খাতে বাজেট বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে অর্থ বরাদ্দের দাবীসহ কৃষি ও কৃষক স্বার্থের ১০ দফা দাবীতে জাতীয় কৃষক সমিতি দেশব্যাপী জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর মিছিল-সমাবেশ সহকারে স্মারকলিপি পেশ করছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৫ জুলাই ২০২৩) জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয়, মৌলভীবাজার জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে প্রেরিত স্মারকলিপিটি শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন মহোদয়ের নিকট দুপুর ১:৩০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে হস্তান্তর করেন এবং উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন আশ্বস্ত করেন যে, তিনি বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরণ করবেন।

এরপর বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সংলগ্ন চারুকলা একাডেমীর সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান স্মারকলিপির দাবিসমূহ উত্থাপন করেন এবং দাবি আদায়ের লক্ষ্যে দেশের কৃষকসমাজসহ সর্বস্তরের জনগণকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
এই কর্মসূচীতে সংগঠনের উপজেলা শাখার আহবায়ক সন্তোষ দে’র সভাপতিত্বে তিনি বক্তব্য দেন।