Home সারাদেশ হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

86

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: ধুলখোলা ইউনিয়নে প্রতিষ্ঠিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী হিজলা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তারেক হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহম্মেদ, সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন ঢালি। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসীমউদ্দীন উদ্দিন। উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধিসহ আরও অনেকে। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, বালতিতে বল নিক্ষেপ, হাড়ি ভাঙ্গা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পুরস্কার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ঢালী। এ সময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। জীবনে শৃঙ্খলা হচ্ছে পরিলক্ষিত বিষয়। তাই শৃঙ্খলা মেনে নিজের জীবন গঠনে এগিয়ে যেতে হবে।