ডেস্ক রিপোর্ট: মসজিদুল হারাম এবং মসজিদে নববির মহাপরিচালক ঘোষণা করেছেন, আসন্ন হজ পালনের জন্য ৩০শে জুন পবিত্র কাবার পর্দার কিছু অংশ পরিবর্তন করা হয়েছে।

এ বছরের হজ অনুষ্ঠান সুষ্ঠুভাবে পাণের জন্য পবিত্র কাবা প্রস্তুত করা হচ্ছে। মসজিদুল হারাম ও মসজিদে নববির মহাপরিচালক বুধবার পবিত্র কাবাঘরের পর্দার নীচের অংশটি প্রায় তিন মিটারের উপরে তুলবেন। উপরের অংশ চারদিকে দুই মিটার প্রশস্ত সুতির কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। এই কাজটি প্রতি বছর হজের পূর্বে করা হয়।

উল্লেখ্য, এই বছর সৌদি আরব শুধুমাত্র সেদেশের নাগরিক এবং সেদেশে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের হজ পালনের অনুমতি দিয়েছে।

সৌদি সরকারের এমন সিদ্ধান্তের ফলে বহু ইসলামী দেশের তীব্র সমালোচনা করেছে। সমালোচকরা যুক্তি দেখিয়েছেন যে, সৌদি আরব অন্যান্য মুসলিম দেশের হাজিদের হজ থেকে বঞ্চিত করার পরিবর্তে সকল মুসলমানের জন্য স্যানিটারি ব্যবস্থা নিয়ে হজে অনুমতি দিতে পারতো।-আমাদের সময়.কম