Home ধর্ম সৌদির সাথে মিল রেখে বরিশালে আগাম ঈদ পালন।

সৌদির সাথে মিল রেখে বরিশালে আগাম ঈদ পালন।

45

বরিশাল অফিস: সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগেই বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলায় আজ পবিত্র ঈদুল আযহা উদযাপন করছে কয়েক হাজার পরিবার। এ উপলক্ষে শনিবার (০৯ জুলাই) সকল ৮ টা থেকে সাড়ে ৮ টার মধ্যে ঈদের নামাজ শেষে প্রায় ৫ হাজার পরিবার পশু কোরবানি দিয়েছন।

বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন জানান, ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদী, তাজকাঠীসহ আশপাশের প্রায় ৫০০ পরিবার আজ শনিবার ঈদ পালন করছেন।

তিনি জানান, নগরীর হাজিবাড়ির জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা দেলোয়ার হোসেন। আজ তাদের ওয়ার্ডের যেসব পরিবার ঈদ পালন করবেন তারা চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী।

তাঁজকাঠী হাজী বাড়ী শাহসুফি জাহাগীরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, বরিশাল নগরের ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা, ও রাঙ্গাবালী এবং বরগুনার ডাবুয়াসহ বিভাগের কমপক্ষে ৭৩ টি মসজিদে শনিবার ঈদুল আযহার জামাতের আয়োজন করা হয়েছে।

ঈদ জামাত শেষে তারা পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করছেন। বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১ লাখ মানুষ শনিবার আগাম ঈদ উদযাপন করবেন বলে তিনি জানান।

জেলার বাবুগঞ্জ উপজেলায় চন্দনাইশ দরবার শরীফের উল্লেখযোগ্য সংখ্যক অনুসারী রয়েছে বলে জানিয়েছেন উপজেলার খানপুরা গ্রামের আব্দুর রশীদ শিকদার স্মৃতি জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

তিনি জানান, বাবুগঞ্জের খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ৫-৬টি গ্রামের একহাজারের বেশি পরিবারে শনিবার ঈদ উদযাপিত হচ্ছে।

চট্টগ্রামের চন্দনাইশের জাহগিরিয়া শাহসুফী মমতাজিয়া দরবার শরীফের অনুসারী মমিন উদ্দিন কালু, আমীর হোসেন ও নজরুল ইসলাম বলেন, জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের চন্দনাইশ দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছেন। তারাও আজ শনিবার ঈদুল আযহা উদযাপন করছেন।