Home সাহিত্য ও বিনোদন ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন তোপখানা রোডে

‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ এখন তোপখানা রোডে

36

ডেস্ক রিপোর্ট: সেলুনে আসা অপেক্ষামান গ্রাহকদের বই পড়ায় উৎসাহিত করতে ঢাকার সেগুন বাগিচার তোপখানা রোডে ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ‘হেয়ার ক্যাস্টল জেন্টস পার্লারে এর উদ্বোধন করেন নাট্যজন, সংলাপ গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রচার সম্পাদক মাসুদ আলম বাবু। এ সময় সেলুনের ব্যবস্থাপক মোহাম্মদ মোজাহিদের হাতে তাক ও বই তুলে দেন অতিথিরা।

অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর অমর দাশ, নাট্যকর্মী শাহীন বাদশা, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে মাসুদ আলম বাবু বলেন, ‘সেলুন পাঠাগার বিশজুড়ে’ এর মত উদ্যোগ দেখে আমি অভিভূত। এটি একটি নতুন কনসেপ্ট। চট্টগ্রামে দেখেছিলাম, এখন ঢাকায় দেখলাম। অভূতপর্ব ব্যাপার। এর স্বপ্নদ্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি বিশ্বজুড়ে ছড়িয়ে যাক।’

উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’