Home সাহিত্য ও বিনোদন সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন

সুনামগঞ্জে হাওর সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন

29

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জে জেলা শিল্পকলা একাডেমিতে হাওর সাংস্কৃতিক উৎসব আয়োজনের লক্ষ্যে ১২ আগস্ট শনিবার
হাওড় অঞ্চলের সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন করা হয়েছে। লুপ্তপ্রায় সাংস্কৃতিক উপাদান সংগ্রহ ও সংরক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক কবি জাকির জাফরান। স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচি সমন্বয়কারী কবি সৌম্য সালেক এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন গবেষক সৈয়দা আঁখি হক। সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল।
হা্ওর অঞ্চলের বৈচিত্রপূণ লোক সংস্কৃতির উপাদান সংগ্রহের লক্ষে এ সাংস্কৃতিক সমীক্ষার উদ্বোধন করা হয়। অনুষ্ঠান শেষে জেলার শিল্পীরা হাওর অঞ্চলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপনা করেন। তার আগে অতিথিবৃন্দ বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত ‘হাওর : জীবন ও সংস্কৃতি’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনশতাধিক শিল্পী ও সংস্কৃতিজন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংস্কৃতিক উপাদান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৩ আগস্ট সন্ধ্যা পর্যন্ত। উদ্বোধনী পর্ব শেষে মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর পরিচালনায় শতাধিক শিশুশিল্পীকে নিয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মশালা। হাওরের ছয়টি জেলায় সাংস্কৃতিক সমীক্ষা কার্যক্রম শেষে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে হাওর সাংস্কৃতিক উৎসব ২০২৩।