Home কুটনৈতিক ও প্রবাস সুদানকে ৬৫ কোটি টাকা প্রদান করেছে বাংলাদেশ

সুদানকে ৬৫ কোটি টাকা প্রদান করেছে বাংলাদেশ

34

ডেস্ক রিপোর্ট : অত্যধিক ঋণগ্রস্ত দরিদ্র রাষ্ট্র এবং ওআইসি সদস্যভুক্ত বন্ধুপ্রতীম দেশ সুদানকে বাংলাদেশ সরকার ৫ দশমিক ৩২ মিলিয়ন SDR এর সমপরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা প্রদান করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর আহ্বানে সাড়া দিয়ে সুদানের ঋণ মওকুফের লক্ষ্যে ১৫ জুন ২০২১ বাংলাদেশ এ অর্থ দেশটিকে প্রদান করে। সরকার প্রত্যাশা করে Debt Relief হিসেবে বাংলাদেশ সরকারের এ অর্থায়ন দারিদ্র্য বিমোচনে সুদানের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, গত বছরেও আইএমএফ-এর উদ্যোগের অংশ হিসেবে আফ্রিকান দেশ সোমালিয়ার দারিদ্র্য মুক্তির লক্ষ্যে বাংলাদেশ শূন্য দশমিক ৭০ মিলিয়ন SDR এর সমতুল্য ৮ কোটি টাকার অধিক অর্থ প্রদান করেছিল।

অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।