Home জাতীয় সিবিডি বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করলেন কবি নির্মলেন্দু গুণ

সিবিডি বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করলেন কবি নির্মলেন্দু গুণ

146

স্টাফ রিপোটার: কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল-সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেছেন একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ! এদিকে প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচর থানাধীন তিন ওয়ার্ডে বিক্ষোভ হয়েছে।

শুক্রবার কামারাঙ্গীরচরের নয়াগাঁও-এ নিজ বাসভবন বুড়িগঙ্গায় সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে লক্ষ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন প্রথমে নিজে স্বাক্ষর করে। তিনি ‘কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ’ এর সভাপতি। কবি জানান, তিনি প্রধানমন্ত্রীকে এই স্বাক্ষর হস্তান্তর করবেন। মুন্সিহাটি, খোলামোড়া ঘাট, কামরাঙ্গীরচর, নয়গাও নদীর পাড়, জাউলাহাটি, ঝাউচর, হাসাননগরসহ কামরাঙ্গীরচরের ১১টি জায়গায় এই স্বাক্ষর কর্মসূচি চলছে। এদিকে প্রকল্প বাতিলের দাবিতে কামরাঙ্গীরচর থানার ৫৫, ৫৬ ও ৫৭নম্বর প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে জন্মভূমি রক্ষা কমিটির আয়োজনে। এতে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণকে দ্রুত প্রকল্প বাতিলের ঘোষণার আহবাণ জানানো হয়।