Home জাতীয় সিএমপি ট্রাফিকের সচেতনতামূলক তথ্যচিত্র ‘মোটর বাইকিং’

সিএমপি ট্রাফিকের সচেতনতামূলক তথ্যচিত্র ‘মোটর বাইকিং’

49

চট্টগ্রাশ অফিস: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের উদ্যোগে নির্মিতব্য সচেতনতামূলক তথ্যচিত্র ‘মোটর বাইকিং’ এর শুটিং শুক্রবার (২৭ মে) সিটির সিআরবি সংলগ্ন স্টেডিয়াম এলাকায় সম্পন্ন হয়েছে।

ডেপুটি কমিশনার (সিএমপি ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন টিটোর লিখা গল্পে এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশরাফুল করিম সৌরভ। সহযোগিতায় ছিলেন নির্মাতা মোশারফ ভূঁইয়া পলাশ ও অনির্বাণ করিম। সার্বিক তত্বাবধানে ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক দক্ষিণ) রইস উদ্দিন আহমেদ ও সমন্বয়ক ছিলেন এডিসি (সিএমপি ট্রাফিক উত্তর) হুমায়ুন কবির।

আ-কার ই-কার চলচ্চিত্র ও অনল মিডিয়া ভিশনের কারিগরি সহায়তায় তথ্যচিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মায়মুনা আমিন ঐর্শী, জামাল খান জয়, সার্জেন্ট সাদ্দাম হোসেন, সার্জেন্ট সুব্রত প্রমুখ।

এর চিত্রধারণে ছিলেন প্রান্ত শর্মা ও সৌরভ পাল, প্রডাকশন তত্বাবধানে বাপ্পি হায়দার ও আহমেদ কামাল আফতাব। প্রডাকশন টিমে ছিলেন মামুন খান রাহি, তারেক, হিমেল ও পারভেজ চৌধুরী।

তথ্যচিত্রটি শিগগির দামপাড়া পুলিশ হেড কোয়াটারে জমা দেয়া হবে।