Home জাতীয় সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের প্রতিবাদ

সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের প্রতিবাদ

43

ডেস্ক রিপাের্ট: সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রনয়ন এবং নিরাপদ ব্রেক পদ্ধতি ও গতি নিশ্চত করে ব্যাটারি রিকশা, ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের দ্রুত লাইসেন্স প্রদান করার দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আজ ২৬ জুন সকাল ১১ টায় সংগ্রাম পরিষদের তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদ এর অন্যতম নেতা তানভীর নাঈম।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাধারন সম্পাদক আহসান হাবিব বুলবুল,সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক খালেকুজ্জামান লিপন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এড. ফারুখ হোসেন, সংগ্রাম পরিষদ এর বিভিন্ন থানার নেতৃবৃন্দ মোখলেছুর রহমান, মোঃ রনি, বাবু হাসান, মোঃ লিটন, মোঃ মাসুম, আব্দুস সালাম, জাহাংগীর হোসেন, মোঃ আবুল কাশেম, আব্দুল কুদ্দুস, প্রতিবন্ধি ঐক্যসমাজ সভাপতি আল মাহমুদ, সাধারন সম্পাদক মোঃ মোশাররফ।

নেতৃবৃন্দ সংগ্রাম পরিষদ এর কেন্দ্র ঘোষিত ৪ দফা দাবি আদায়ে আগামী ২৫ জুন থেকে ১০ জুলাই ঢাকা মহানগরের প্রতিটি থানায় ও গ্যারেজে সভা এবং আগামী ১১ জুলাই ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রলায় বরাবর স্মারকলিপি পেশ এর কর্মসূচি সফল করার ঢাকা মহানগরের সকল রিকশা শ্রমিকদের প্রতিও আহ্বান জানান।