Home জাতীয় সাংবাদিক সাইমন ড্রিং এর মৃত্যু

সাংবাদিক সাইমন ড্রিং এর মৃত্যু

141

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু খ্যাতনামা সাংবাদিক সাইমন ড্রিং এর মৃত্যু বরণ করেছেন। শুক্রবার রুমানিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন।

শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জনলোকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সাইমন ড্রিং বাংলাদেশে ১৯৭১ সালে গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক, যিনি নিজের জীবন বিপন্ন করে প্রতিবেদন তৈরি করে পাকিস্তান বাহিনীর নির্যাতন ও গণহত্যার কথা সারাবিশ্বকে জানিয়ে দেন।

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখায় মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়।