Home সাহিত্য ও বিনোদন সাংবাদিক তোয়াব খান স্মরণে গীতিকবিতা

সাংবাদিক তোয়াব খান স্মরণে গীতিকবিতা

32

জাকির হোসেন আজাদী:

হাজার বছরেও হয়না একজন
সাংবাদিক তোয়াব খান
তোমার কর্ম তোমায় করেছে অমর
সাংবাদিক তোয়াব খান,
যুগ- যুগান্তর সাংবাদিকতা জগতে
সাংবাদিকের হৃদয়ে রবে
দৈনিক বাংলায় জাজ্বল‍্যমান।।

কত কাজ করা যায় এক জীবনে
কত সৃজন করা যায় এক জীবনে
যত কাজ করেছো
যত সৃজন করেছো
তা উদ্দীপ্তমান।।

কিংবদন্তির কোনো মৃত্যু নেই
কীর্তিমানের কোনো মৃত্যু নেই
কে বলেছে চলে গেছো
তুমি ছিলে তুমি আছো
আছো আবহমান।।

Poem in memory of journalist Toab Khan
Zakir Hossain Azadi

Not even one in a thousand years
Journalist Toab Khan
Your actions have made you immortal Journalist Toab Khan,
In the era of journalism
In the heart of the journalist
Daily Bangla is brilliant.

How much work can be done in one life
How much can be created in one life
as much as you work
As much as you have created
It’s exciting.

Legends never die
Kirtiman has no death
Who said you left?
you were you are
live forever.