Home রাজনীতি সরকার বাজার নিয়ন্ত্রণে পুরো ব্যর্থ–বাম জোট

সরকার বাজার নিয়ন্ত্রণে পুরো ব্যর্থ–বাম জোট

38

স্টাফ রিপোর্ট: বাম গণতান্ত্রিক বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত ছিলেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) ভারপ্রাপ্ত সমন্বয়ক কমরেড ফখরুদ্দিন কবীর আতিক, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল কাফী রতন, বহ্নিশীখা জামালী, অধ্যাপক আব্দুস সাত্তার, আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, মনিরুদ্দিন পাপ্পু, বাচ্চু ভুইয়া, বিধান রায়, রুবেল মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভার এক প্রস্তাবে চাল, ডাল, তেল, পিয়াজ, এলপি গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান ভোট ডাকাতির সরকার বাজার নিয়ন্ত্রণে পুরো ব্যর্থ। মুনাফা লোভী বাজার সিন্ডিকেটের কাছে জনগণ জিম্মি। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এতে জনগণের দুর্ভোগ বাড়ছে।