Home সারাদেশ সরকার নারীদের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অবস্থান তৈরি করেছে

সরকার নারীদের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অবস্থান তৈরি করেছে

35

ফুলতলায় বিশেষ বর্ধিত সভায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন

ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেছেন, বর্তমান সরকার নারীদের সর্বাপেক্ষা সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে সমাজের পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার অবস্থান তৈরি করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার অবহেলিত নারীদের কর্মক্ষেত্রে কোটা প্রদান, কুটির শিল্প ঋণ, প্রশিক্ষণ, মাতৃত্বকালীণ ভাতা, বিধবা ভাতা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ নানাবিধ ক্ষেত্রে আয়ের উৎস তৈরি করেছে। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে নারী পুরুষের পাশাপাশি অবস্থান আরও সুদৃঢ় করতে হবে। তিনি নারী পুরুষ সকলকে সাংগঠনিকভাবে সমান গুরুত্ব প্রদানের মাধ্যমে আগামীতে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহবান জানান। গতকাল শনিবার বিকেল ৪ টায় ফুলতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ফুলতলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম শামসুন্নাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাপলা সুলতানা লিলি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার সম্পাদক খায়রুল আলম, সদস্য আজগার বিশ্বাস তারা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হোসনে আরা চম্পা, সাধারণ সম্পাদক নাজনীন নাহার কণা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আশরাফ হোসেন আশু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে.এম জিয়া হাসান তুহিন, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মো¯Íাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু তাহের রিপন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান নান্নু, ইসমাইল হোসেন বাবলু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এসকে আলী ইয়াসিন, মহিলা আওয়ামীলীগ নেত্রী শাহিদা ইসলাম নয়ন, রেক্সোনা আজম, সোনিয়া আফরিন, সাবেক ছাত্রলীগ নেতা এসকে মিজানুর রহমান, এস রবিন বসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন প্রমুখ।