Home রাজনীতি সরকারের পদত্যাগের দাবিতে বাসদ (মার্কসবাদী)’র পথসভা অনুষ্ঠিত

সরকারের পদত্যাগের দাবিতে বাসদ (মার্কসবাদী)’র পথসভা অনুষ্ঠিত

34

ডেস্ক রিপোর্ট: আজ বিকাল ৪টায় ঢাকার নবাবপুর মোড় এলাকায় আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও বিরোধী দলগুলোর উপর দমন—পীড়ন বন্ধের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সহসভাপতি কমরেড মানস নন্দী, ঢাকা নগরের সদস্য সুষ্মিতা রায় সুপ্তি প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, “ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতাসহ গণতান্ত্রিক অধিকারগুলো পুনরুদ্ধার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও সর্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি এখন গণদাবিতে রূপ নিয়েছে। অধিকার আদায়ের জন্য শুধু আন্দোলন নয়, এদেশের ইতিহাস বলে অধিকার রক্ষা করার শর্তও হচ্ছে জনগণের ঐক্যবদ্ধতা ও গণআন্দোলন। এই গণআন্দোলনের চাপ যতদিন সরকারের উপর থাকে ততদিন খানিকটা অর্থে জনগণ গণতান্ত্রিক অধিকারগুলো চচার্ করতে পারে। জনগণের আন্দোলনের শক্তি থিতিয়ে যেতে থাকলে বর্তমান ব্যবস্থায় কোন শাসকই এই অধিকারগুলো জনগণকে চর্চা করতে দেয় না। শাসকগোষ্ঠীর বিপরীতে জনগণের নিজস্ব লড়াইয়ের শক্তি ধারণ করে বাম—গণতান্ত্রিক শক্তি। তাই বাম—গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে ভোট, ভাত ও মত প্রকাশের অধিকার পুনরুদ্ধার ও রক্ষা করার জন্য এবং ব্যবস্থার আমূল পরিবর্তনে সর্বস্তরের জনগণকে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই।”

পুলিশী বাধা উপেক্ষা করে সমাবেশ ও দলের প্রচারপত্র বিলি করা হয়।