Home সারাদেশ সরকারের অনুমোদন ছাড়াই চলছে ইটের ভাটা জরিমানা ০১ লক্ষ টাকা

সরকারের অনুমোদন ছাড়াই চলছে ইটের ভাটা জরিমানা ০১ লক্ষ টাকা

29

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় কোনো রকম বিদি নিষেধ ছারাই চলছে ইটের ভাটা ও ইটের দমদমা ব্যবসা।
সরকারের অনুমোদন ছাড়া এবং পরিবেশ নষ্ট করে এবং আবাদি ফসলী জমি নষ্ট করে ইট পুরানো হচ্ছে BMS নামে পরিচিত ইটের ভাটা । যে আবাদি জমি বা ফসল রক্ষা করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লক্ষ লক্ষ টাকা বেরী বাদে ব্যবহার করছেন আর ঐ আবাদি জমি নষ্ট করে ইটের কাচামাল হিসেবে ব্যবহার করছে।

শুধু তাই নয় বরং ঐ ইট পুরানো হচ্ছে কাঠ দিয়ে যেটা সম্পুর্ন ভাবে নিষিদ্ধ এবং বিএমএস ভাটার ৫০০গজ এর মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যেখানে ০১ কিলোমিটারে মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থাকার কথা না।

ভাটার মালিক এর সাথে মোটফোনে কথা বললে উনি জানান যে কাগজ পত্র ছিল কিন্তু দেখাতে সক্ষম হয়নি ভাটার ম্যানেজার।

ধর্মপাশা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিলেন) মোঃ ওলিদু জাম্মান এর সাথে কথা বললে উনি জানান যে কাগজ পত্র এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং তারা জ্বালানি খাতে কাট ব্যবহার করছে।

এনিয়ে ধর্মপাশা উপজেলার ব্রাহ্ম মান আদালত ভাটার মেনেজার শ্যামল সরকার (৫১) নামে একজনকে আটক করেছে।
এবং জরিমানা করা হয়েছে ০১ লক্ষটাকা।