Home রাজনীতি সবার জন্য অতি দ্রুত ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিপিবি

সবার জন্য অতি দ্রুত ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সিপিবি

34

ডেস্ক রিপোর্টঃ সারাদেশে করোনা ছড়িয়ে পড়ায় এবং নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করতে না পারায় তীব্র ক্ষোভ ও উদ্যেগ প্রকাশ করে, এই দুর্যোগ মোকাবিলায় সবার জন্য অতি দ্রুত ভ্যাকসিন প্রদান নিশ্চিত করে স্থানীয় সমন্বিত
উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ ২৫ জুন এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল
ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, প্রায় দেড় বছরের দেশ ও বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে এখনকার মতো বড় সংকটে পড়তে হতো না। সময়মত ভ্যাকসিন সংগ্রহ করে দেশের
অধিকাংশ মানুষকে দিতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যেত।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সীমান্তবর্তী এলাকা ও গ্রামে-গঞ্জে করোনা ছড়িয়ে গড়া খুবই উদ্বেগজনক।
আমরা সাধারণ মানুষকে সচেতন করতে পারিনি। আর ঐসব অঞ্চলে চিকিৎসা সুবিধা নেই বললে চলে।
শুধু আইন দিয়ে এ অবস্থার পরিবর্তন করা যায় না। তাই শুরু থেকে আমরা এই দুর্যোগ মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেয়ার কথা বললেও সরকার ‘সব ঠিক আছে’ বলে সমন্বিত উদ্যোগ নেয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ কঠোর আইন প্রয়োগের আগে সংকট মোকাবেলায় স্থানীয়ভাবে দল-মত নির্বিশেষে সমন্বিত উদ্যোগ গ্রহণ, মানুষের খাদ্য ও চিকিৎসা নিশ্চয়তা দেওয়া, সর্বত্র পর্যাপ্ত করোনা পরীক্ষা, আইসোলেশন সুবিধা
এবং মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণের দাবি জানান। এসব কাজে স্বেচ্ছাসেবক হতে তরুণদের উদ্বুদ্ধ করতে যথাযথ ভূমিকা নেয়ারও আহ্বান জানান ।