Home সারাদেশ শ্রীমান রাহুল কুমার দাশ ও শ্রীমতী সুবর্ণা দাস পিংকি’র বিবাহোত্তর বৌভাত

শ্রীমান রাহুল কুমার দাশ ও শ্রীমতী সুবর্ণা দাস পিংকি’র বিবাহোত্তর বৌভাত

61

বিশেষ প্রতিবেদক, শ্রীমঙ্গল : দৈনিক ডেসটিনি’র প্রতিনিধি, শ্রীমঙ্গলস্থ বলাকা ফার্মেসীর স্বত্বাধিকারী ডা: রাধাকান্ত দাশ ও শিপ্রা রানী দাশ-এর জ্যেষ্ঠ পুত্র শ্রীমান রাহুল কুমার দাশের সাথে সিলেটের খলাপাড়া (আখালিয়া) নিবাসী কালিপদ দাস ও বাসন্তী রানী দাসের কন্যা শ্রীমতী সুবর্ণা দাস পিংকি’র শুভ বিবাহ ও বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে প্রীতিভোজ, দোয়া-আশীর্বাদ ও শুভকামনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ মার্চ ২০২৪) রাত সাড়ে ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ বৌভাত অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং সাংবাদিক আমিনুর রশিদ চৌধুরী রুমনসহ আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন এবং নবদম্পতির জন্য দোয়া-আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন।
এর আগে ২৯ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ১৩ মার্চ ২০২৪ বুধবার শ্রীমান রাহুল কুমার দাশের সাথে শ্রীমতী সুবর্ণা দাস পিংকি’র শুভ বিবাহ সম্পন্ন হয়।