Home জাতীয় শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

শ্রীমঙ্গলে ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামী লীগ ও ৩ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

42

বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল : পঞ্চম ধাপের নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি ৩টির মধ্যে ১টি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ২টি স্বতন্ত্র প্রার্থী ( বিএনপি) জয়লাভ করেছেন।

উপজেলার ১ নম্বর মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মিছলু আহম্মেদ চৌধুরী (ঘোড়া), ২ নম্বর ভূনবীর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা), ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নে আবু স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. দুধু মিয়া (ঘোড়া), ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) ইয়াসিন আরাফত রবিন (ঘোড়া), ৫ নম্বর কালাপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুল মতলিব (নৌকা), ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী রনেন্দ্র প্রসাদ বর্ধন (নৌকা), ৭ নম্বর রাজঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বিজয় বোনার্জী (নৌকা), ৮ নম্বর কালিঘাট ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী প্রানেশ গোয়ালা (নৌকা) ও ৯ নম্বর সাতগাঁও ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী দেবাশীষ দেব (নৌকা)।

উপজেলার ৯টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৫৩০ বুথে বুধবার (৫ জানুয়ারি ২০২২) এই নির্বাচনে ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে নয়টি ইউরিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ৯জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১০ জন ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন ২৫ জন।
সাধারণ সদস্য পদে ৩৮৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

৯টি ইউনিয়নের মোট ভোটার ২ লক্ষ ১৪ হাজার ৪৩ জন। এতে নারী ভোটার ১ লক্ষ ৫ হাজার ৮৭৬ এবং পুরুষ ভোটার ১ লক্ষ ৮ হাজার ১৬৭ জন।