Home জাতীয় শিল্প কারখানা খুলছে কাল; রাজধানী মুখী মানুষের জনস্রোত

শিল্প কারখানা খুলছে কাল; রাজধানী মুখী মানুষের জনস্রোত

55

অপূর্ব ফারুকঃ করোনা সংক্রমণ রোধে ৫ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনের মধ্যেই আগামীকাল ১ আগস্ট থেকে শিল্প কারখানা খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার । এ সিদ্ধান্তে শ্রমিকদের কর্মস্থলে ফিরাতে মুঠোফোনে নির্দেশনা দেয় কারখানা কর্তৃপক্ষ। দূরপাল্লার বাস, গণপরিবহন, লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় চরম ভোগান্তি নিয়ে ফেরিতে পারাপার হচ্ছেন রাজধানী মুখী শ্রমিকরা।
একইভাবে সারাদেশ থেকে একযোগে মানিকগঞ্জের পাটুরিয়া ও মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে জনস্রোত দেখা যায় ।

শ্রমিকদের অভিযোগ, পরিবহণ ব্যবস্থা না থাকায় ফেরিঘাটে আসতে যাত্রীদের দীর্ঘ পথ পায়ে হেঁটে, আবার ছোট যানবাহনে ভেঙে ভেঙে পাড়ি দেওয়া ছাড়াও অধিক ভাড়া গুণতে হচ্ছে অভিযোগ যাত্রীদের।
উত্তর অঞ্চল থেকে রাজধানী মুখী শ্রমিকদের ভিড় দেখা গেছে আবদুল্লাহপুর ও আমিন বাজার এলাকায়। জনস্রোত দেখা যায় শনিরআখড়া ও সাইনবোর্ড এলাকাতেও। যে যেমন পারছে রাজধানীতে ঢুকছে