Home জাতীয় শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ

শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির নিন্দা ও প্রতিবাদ

24

ডেস্ক রিপোর্ট: বাজার ব্যবস্থাপনায় ক্ষমতাসীনদের সীমাহীন ব্যর্থতা ও অযোগ্যতা এবং নিজেদের মদদপুষ্ট ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজির ফলস্বরূপ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় শিক্ষা উপকরণেরও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে। শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্য, পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতি, পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও নিয়োগ পরীক্ষার সরকারি আশীর্বাদপুষ্ট সিন্ডিকেট, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে দেয়ার নির্দেশনা, পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দলীয় বিবেচনায় অযোগ্যদের শিক্ষক হিসেবে নিয়োগ, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিলোপের অপচেষ্টা, জবাবদিহিতাহীন অস্বাভাবিক প্রকল্প ব্যয়সহ নানাভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংসের অপচেষ্টার পর এবার শিক্ষা উপকরণেরও দাম বাড়ানো হলো। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মাঝে কাগজ, বই, পেনসিল, স্কেল, জ্যামিতি বক্স, মার্কার, মুছনিসহ (ইরেজার) সকল শিক্ষা উপকরণের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনগণের জন্য মরার উপর খাঁড়ার ঘায়ের মতন হয়ে উঠেছে। কিন্তু জনগণের ভোটের বদলে যারা ভোট ডাকাতির মাধ্যমে জবরদস্তিমূলকভাবে ক্ষমতাসীন আছে, তারা জনগণের অন্য সকল সমস্যার মতন এই বিষয়টিতেও পুরোপুরি নির্বিকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে সকল শিক্ষা উপকরণের ন্যায্যমূল্য নিশ্চিত করার আহবান জানিয়েছেন। অন্যথায় দেশের শিক্ষার্থী সমাজকে সাথে নিয়ে গণবিরোধী সরকারসহ তাদের মদদপুষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।