Home শিক্ষা ও ক্যাম্পাস শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশ

32

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণে উদ্বুদ্ধকরণের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১ আগস্ট) এই নির্দেশনা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের নিজ নিজ ভ্যাকসিন গ্রহণ এবং অন্যদের গ্রহণের জন্য উদ্বুদ্ধকরণের নির্দেশনা দিয়ে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী এবং ১৮ বছরের ঊর্ধ্বে সব শিক্ষার্থীকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ ভ্যাকসিন গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্বুদ্ধ ও নিশ্চিত করবেন।

[এ বিভাগের আওতাধীন বিভাগ জেলা/উপজেলা পর্যায়ের দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রধানরা নিজ নিজ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারী ও শিক্ষার্থীদের ভাকসিন গ্রহণে উদ্বুদ্ধ করতেও বলা হয়েছে।