Home সাহিত্য ও বিনোদন শিক্ষক নিপিড়ন ও হত্যার প্রতিবাদে জামালপুর উদীচীর সমাবেশ

শিক্ষক নিপিড়ন ও হত্যার প্রতিবাদে জামালপুর উদীচীর সমাবেশ

54

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ অব্যাহত শিক্ষক নির্যাতন, নিপিড়ন ও হত্যার প্রতিবাদে উদীচী,কেন্দ্রীয় সংসদের দেশব্যাপি প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশের অংশ হিসেবে জামালপুর উদীচী জেলা সংসদ শহরের প্রানকেন্দ্র দয়াময়ী মোড়ে প্রতিবাদী সমাবেশের আয়োজন করে।

২ জুলাই(শনিবার) বিকেলে প্রতিবাদী সংস্কৃতি সমাবেশটি অনুষ্ঠিত হয়ে। উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলী ইমাম দুলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম,জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক মারুফ আহমেদ খান মানিক,নাট্যনীড়ের সহ-সভাপতি সুমন মাহমুদ,যুব ইউনিয়ন জামালপুর জেলা সংসদের সাধারন সম্পাদক মাফিজুল ইসলাম,বঙ্গবন্ধু সংস্কৃতিক ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক তারিকুল ফেরদৌস। প্রতিবাদী সমাবেশে আবৃত্তি করেন উদীচী জেলা কমিটির সদস্য মানুষী গোস্বামী এবং প্রতিবাদী গান পরিবেশন করেন জেলা উদীচীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী জেলা সংসদের সাধারন সম্পাদক অধ্যাপক সন্তোষ কুমার রাজভর।

সমাবেশে বক্তারা শিক্ষক নির্যাতন,হত্যার প্রতিবাদ করে বলেন, স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযুদ্ধের বিপরীতে চলছে বাংলাদেশ অথচ মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের শক্তি রাষ্ট্র ক্ষমতায়। আমরা বাংলাদেশ সাম্প্রদায়িক রাষ্ট্র হোক এমনটা চাইনি। আমরা শিক্ষক হত্যা,নির্যাতন-নিপিড়নের দ্রুত বিচার চাই। দ্রুত বিচার না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।