Home সাহিত্য ও বিনোদন শারদীয় শুভেচ্ছা

শারদীয় শুভেচ্ছা

32

জাকির হোসেন আজাদী:

শরতের শান্ত নদীর চরে
বিকশিত শুভ্র প্রাণের নয়নাভিরাম কাশফুল
যখন শুভ্রতার প্রতীক হয়ে
দোল খাচ্ছে অনাবিল আনন্দে।
শেফালির শুভ্রতা ও মোহনীয় গন্ধে
প্রকৃতি যখন আনন্দে আত্মহারা,
যখন বিলের জলে পাখা মেলে লালপদ্ম দুলছে,
প্রকৃতি সেজেছে বৈচিত্র্যের সাজে
মাঠে মাঠে ঘাসে ঘাসে
শিশিরের নরম আলপনা দৃষ্টি কাড়ছে।
শরতের আঙিনায়
যখন শিউলি ফুল ঝরঝর ঝরে পড়ছে
ধানের ক্ষেতে –
কোমলতা- সরলতার প্রতীক হয়ে
দামাল হাওয়া দোল খেয়ে যাচ্ছে অহর্নিশি
নি:সীম নীলাকাশে সাদা কাপড় পরে
মেঘ মালতীর আনাগোনা হচ্ছে নিরন্তর
মেঘের ভেলার ছায়া পড়ছে শান্ত-স্নিগ্ধ প্রকৃতিতে
বনে বনে বিহঙ্গকুল-
আনন্দে-কলকাকলিতে হচ্ছে মুখরিত
জোনাকিরা আলোর বন্যায় তুলেছে স্ফুরণ ঢেউ
ভ্রমরেরা তুলেছে আহ্লাদের গুঞ্জন
আকাশে বলাকা বেঁধে রাজহংসের দল
শাঁইশাঁই আওয়াজ তুলে উড়ে চলছে
মানস সরোবরে ।
ঠিক তখনই শস্যের সবুজ সংগীতে,
বৃক্ষের বন্দনায়, ঢাকের শব্দে
রবীঠাকুরের সোনার বাংলায়,
নজরুলের বাংলাদেশে
জীবনানন্দের রূপসী বাংলায়
আগমন ঘটেছে
দূর্গতি নাশিনী মা দূর্গার।

Autumn greetings
Zakir Hossain Azadi

The quiet autumn river
A dazzling flower of blossoming white life When the symbol of whiteness
Swinging in endless joy.
Shefali’s whiteness and lovely smell
When nature loses itself in joy,
When the red lotus is swaying
in the water of the pond
Nature is adorned with diversity
In the field, in the field, in the grass
The soft touch of dew catches the eye. Autumn yard When the flowers
are falling neatly In the paddy field- Being
a symbol of softness –
simplicity Harnishi is being swayed
by the strong wind Ni-seem wears blue
and white clothes
The movement of Megh Malati is continuous The shadow of the clouds is falling
in the calm nature Bihangkul in the forest There is joy and excitement
The jonakis raised a wave of sparks
in a flood of light
The wanderers picked up the buzz of Ahlad A group of swans in the sky
The clam is flying away making
noise Manas Sarovar. right thenIn the green music of the grain,
In the bow of the tree,
in the sound of the cover In Rabithakur’s Sonar Bengal, Nazrul’s Bangladesh Jibanananda’s Rupasi in Bengali has arrived Durgati Nashini Maa Durga.