Home জাতীয় শাবিপ্রবিতে শিক্ষার্থী নিহত: অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

শাবিপ্রবিতে শিক্ষার্থী নিহত: অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

47

ডেস্ক রিপোর্ট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রাকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আজ ২৬ জুলাই সংবাদপত্রে প্রকাশের জন্য এক যুক্ত বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চুড়ান্ত নিরাপত্তাহীনতার একটা বহিঃপ্রকাশ। বিশ্ববিদ্যালয়গুলি সন্ত্রাস-মাদক-দখলাদারিত্বের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একদিকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দখলদারিত্ব, নিপীড়নের কাছে জিম্মি হয়ে আছে শিক্ষার্থীরা অন্যদিকে প্রশাসনের নিস্পৃহ ভূমিকা এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলিক ক্রমাগত বাড়িয়ে তুলছে৷ জ্ঞান চর্চার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ প্রদানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ।

নেত্রীবৃন্দ অবিলম্বে বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত ও হহত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি করছে৷ একই সাথে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নির্মানের দাবি জানিয়েছেন।