Home কুটনৈতিক ও প্রবাস লালমনিরহাট সীমান্তে দুই দেশের অধিবাসীদের মধ্যে জমে উঠেছে ‘কান্নাকাটির মেলা’ !

লালমনিরহাট সীমান্তে দুই দেশের অধিবাসীদের মধ্যে জমে উঠেছে ‘কান্নাকাটির মেলা’ !

37

ডেস্ক রিপোর্ট: দুই দেশের সীমান্তে মিলন মেলা নাম হলেও স্থানীয়দের কাছে কান্নাকাটির মেলা নামেই পরিচিত।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মালদহ নদীর তীরে বুধবার এই মেলা অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তান আমল থেকে মেলাটি অনুষ্ঠিত হলেও কোভিড-১৯ মহামারির কারণে গত ২ বছর মেলাটি অনুষ্ঠিত হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানায় কাটাতারের বেড়ার পাশে ভেড়ভেড়ি এলাকায় মালদহ নদীর তীরে গঙ্গাপূজা উপলক্ষে প্রতিবছর চৈত্র মাসে এ মেলার আয়োজন করা হয়।
করোনা মহামারির কারণে ২ বছর পর সীমান্ত মেলাটির আয়োজন করার ফলে এ বছর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। দু দেশের মানুষ অনেক দিন পর একত্রিত হয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। তারা একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন বলে এই মেলাকে সবাই কান্নাকাটির মেলা বলেই জানে।-আমাদের সময়.কম