Home কুটনৈতিক ও প্রবাস রোহিঙ্গা সংকট নিয়ে ভূ-রাজনৈতিক খেলা চলছে : বিশেষজ্ঞ মত

রোহিঙ্গা সংকট নিয়ে ভূ-রাজনৈতিক খেলা চলছে : বিশেষজ্ঞ মত

40

ডেস্ক রিপোর্ট: নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) আবদুর রশিদ বলেন, সন্ত্রাসী তৎপরতায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জঙ্গিবাদের ঝুঁকি বেড়েছে। স্থানীয় জনসংখ্যার চেয়ে রোহিঙ্গার সংখ্যা বেশি হওয়াটা ঝুঁকিপূর্ণ। মৌলবাদীদের উদ্বুদ্ধ করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোই হবে সমাধান।

নিরাপত্তা বিশ্লেষক মে. জে. (অব.) মোহাম্মদ আলী শিকদার বলেন, পারস্পরিক স্বার্থে দ্বন্দ্ব-সংঘাত। ড্রাগ ব্যবসা, নারী পাচার, চাঁদাবাজি, অবৈধ চোরাচালানে বহু গোষ্ঠী জড়িত। রোহিঙ্গা ক্যাম্প থেকে সন্ত্রাসী তৈরি হচ্ছে।

বিদেশি সংস্থাগুলো রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকে সহায়তা করছে না।রোহিঙ্গা ক্যাম্পগুলো বিদেশি সংস্থাগুলোর নিয়ন্ত্রণে। তারা তাদের স্বার্থে কাজ করে। সন্ত্রাসী কর্মকাণ্ডে বিদেশি সংস্থাগুলোর ইন্ধন থাকতে পারে

বিদেশি সংস্থা ও সরকারের মধ্যে সমন্বয় দরকার। কারণ রাষ্ট্রের নিরাপত্তা আগে। রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে রোহিঙ্গারা হুমকি হয়ে উঠছে।-আমাদের সময়.কম