Home কুটনৈতিক ও প্রবাস রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ৩৫ ঘর

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, পুড়েছে ৩৫ ঘর

38

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বালুখালীর ৯নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-৮ (এপিবিএন) অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন এপিবিএন সদস্যরা। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। এখন পর্যন্ত ৩৫টি ঘর পুড়ে গেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় এক মৌলভির ঘরে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে।

একই ক্যাম্পে গত ২২ মার্চ এই রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৫০,০০০ রোহিঙ্গা শরণার্থী বাস্তুচ্যুত হয়। বিদ্যালয় ও খাদ্য সঞ্চয় কেন্দ্রসহ অনেক ভবন আগুনে পুড়ে যায়।-আমাদের সময়. কম