Home সাহিত্য ও বিনোদন রোকেয়া দিবসে ‘ঐতিহ্য’-এর নিবেদন

রোকেয়া দিবসে ‘ঐতিহ্য’-এর নিবেদন

18

ডেস্ক রিপোর্ট: নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩২ সালের একই দিন ৯ ডিসেম্বরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে তাঁর জন্ম ও মৃত্যুদিন, ৯ ডিসেম্বর, “রোকেয়া দিবস” হিসেবে পালন করা হয়।

রোকেয়া দিবসে ‘ঐতিহ্য’ প্রকাশ করছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কবিতার সংকলন ‘বেগম রোকেয়ার কবিতা’। বইয়ে ভূমিকা হিসেবে সংযুক্ত হয়েছে প্রয়াত রোকেয়া-গবেষক আবদুল মান্নান সৈয়দের রোকেয়ার কবিতা বিষয়ক প্রবন্ধ।

ইতিপূর্বে ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে ২ খণ্ড রোকেয়া-রচনাবলি এবং চিরায়ত উপন্যাস খ্যাতনামা বই ‘অবরোধ-বাসিনী’।

‘ঐতিহ্য’ প্রকাশিত রোকেয়া-রচনাবলি, ‘বেগম রোকেয়ার কবিতা’ এবং ‘অবরোধ-বাসিনী’ পাওয়া যাচ্ছে ‘ঐতিহ্য’-এর ঢাকাস্থ বিক্রয়কেন্দ্রসহ বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত’ এর কাটাবন (ঢাকা), উত্তরা (ঢাকা), রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, কুমিল্লা, যশোর শাখায়। এছাড়া ‘ঐতিহ্য’- এর অনলাইন পেজেও পাওয়া যাচ্ছে বইগুলো।