Home কৃষি রাণীশংকৈলে ধান,গম,মারাই কম্বাইন হারভেস্টার কৃষকের মাঝে বিতরণ

রাণীশংকৈলে ধান,গম,মারাই কম্বাইন হারভেস্টার কৃষকের মাঝে বিতরণ

82

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ৩টি ধান,গম,ও সরিষা কাটার ও মারায়ের কম্বাইন হারভেস্টার মেশিন
তিন জন কৃষকের মাঝে ৫০% ছাড়ে বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ৯ মে দুপুরে কৃষি অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, নির্বাহী অফিসার রাকিবুল হাসান, কৃষি অফিসার শহিদুল ইসলাম, জেলা কৃষ প্রকৌশলী সাখাওয়াত হোসেন, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার শরৎ চন্দ্র বর্মন, প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার সাদিকুল ইসলাম সহ কৃষি অফিসের সকল উপসহকারী কৃষি অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময়ে তিনজন উপকার ভোগী কে অতিথি বিন্দ আনুষ্ঠানিকভাবে কম্বাইন্ড হারভেস্টারের চাবি তুলে দেন। উপকার-ভোগীরা হলেন কাশিপুর গ্রামের হাসান আলী, নেকমরদের সাব্বির সিদ্দিকি
এবং কাশিপুর ইউনিয়নের সুহেল হোসেন। উপকারভোগীরা বলেন ৫০% ছাড়ে মেশিন পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। নিজের ফসল কেটে অন্য কৃষকের ফসল কাটতে পারব।

কৃষি অফিসার শহিদুল ইসলাম বলেন এক একর জমিতে লেবার খরচ যেটা হবে তার থেকে মেশিনে অর্ধেক খরচ হবে।তাতে কৃষক লাভবান হবেন।