Home সারাদেশ রাজশাহীতে পেট্রোলবোমা মেরে বাসে আগুন

রাজশাহীতে পেট্রোলবোমা মেরে বাসে আগুন

47

পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: রাজশাহীতে আরও একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাসে চালক ও তার সহযোগী ছাড়া কোন যাত্রী ছিলেন না। এটি নাটোরের একটি কোম্পানির বাস ছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে কিষোয়ান কোম্পানির শ্রমিকদের বাগমারার তাহেরপুরে নামাতে গিয়েছিল বাসটি। ফেরার পথে দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে পেট্রল বোমা ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এতে বাসে আগুন লেগে যায়।

এ সময় আগুন দেখে বাস থামিয়ে নেমে যান চালক ও তার সহযোগী। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। পুলিশও ঘটনাস্থলে যায়।

ওসি জানান,এ ঘটনায় বাস মালিকের পক্ষ থেকে মামলা হবে। নাশকতাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে রোববার সন্ধ্যায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার উদপুরে একটি চলন্ত বাসে পেট্রল বোমা ছুঁড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে চারজন হেলমেট পরে এসে এ ঘটনা ঘটায়। পেট্রল বোমার আগুনে এই বাসটিও পুড়ে গেছে।