Home সারাদেশ রাজশাহীতে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

রাজশাহীতে কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, যুবক গ্রেফতার

26

মো.পাভেল ইসলাম রাজশাহী: ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. আলম হোসেন (৪২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে রাজশাহী রেলস্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা (আরএনবি)।

গ্রেফতার আলম নগরীর বোয়ালিয়া থানার শিরোইল মাছুয়াপাড়া এলাকার মো. সাদেক আলীর ছেলে।

রাজশাহী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল আলী বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আমাদের এক সদস্য সাদা (সিভিল) পোশাকে গিয়ে টিকিট কালোবাজারিকে শনাক্ত করে।

তিনি আরও বলেন, যারা ট্রেনে ভ্রমণ করতে ভালোবাসেন মূলত তাদের টার্গেট করেই এই টিকিটগুলো বিক্রি করা হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের নতুন মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার প্রতিবেদককে বলেন, টিকিট কালোবাজারি দূর করতে আমরা সব সময় অভিযান চালাচ্ছি। গ্রেফতার আলম হোসেনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।