Home বাণিজ্য ও অর্থনীতি মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

73

সৈয়দ আরমান জামী, বিশেষ প্রতিনিধি : তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহযোগিতায় মৌলভীবাজারে শিল্পোদ্যোক্তা উন্নয়ন শীর্ষক বিসিকের ৫ দিনব্যাপী (১৯-২৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণ শুরু হয়েছে আজ।
রোববার (১৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টায় তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর সহায়তায় ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর ব্যবস্থাপনায় মৌলভীবাজারে সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল হোসেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ কনসালট্যান্ট তাপস ঘোষ, গ্রাসরুটসের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর প্রমূখ।
বিসিক, মৌলভীবাজার-এর উপব্যবস্থাপক প্রকৌশলী মো: মাখদুম এলাহী মাশরাভী শামসের সভাপতিত্বে ও মাসুমা ব্রিগেডের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমী রানী পালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিসিকের প্রমোশন অফিসার মো: বিল্লাল হোসেন ভূইয়া।