Home সারাদেশ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের ১৭০টি ঘর দেয়া হবে

মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের ১৭০টি ঘর দেয়া হবে

21

মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে ১৭০টি ঘর প্রদান করা হবে। ২০ মার্চ সোমবার সকালে মোংলা উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রানা আহমেদ। এছাড়াও গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাবেক সভাপতি আহসান হাবীব, সাংবাদিক নেতা মোঃ নূর আলম শেখ, আবু হোসাইন সুমন, মনিরুল ইসলাম দুলু, মোঃ আবুল হাসান, এনামুল হক, ধীমান মন্ডল, মোঃ হাফিজুর রহমান, ওমর ফারুক, আলী আজম খান প্রমূখ। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ বলেন প্রধানমন্ত্রীর নিদের্শনা বাস্তবায়নে ২২ মার্চ ২০২৩ ভূমিহীন-গৃহহীনদের মাঝে চতুর্থ পর্যায়ে ১৭০টি ঘর প্রদান করা হবে। এপর্যন্ত মোংলা উপজেলায় মোট ২২০টি ঘর প্রদান করা হয়েছে। চতুর্থ পর্যায়ে প্রতিটি ঘরের জন্য ২ লাখ ৮৪ হাজার ৫শত টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রতিটি ঘরের জন্য ২শতক জমি, ঘরের সামনে ২২ ফুট এবং পাশে ১৮ ফুট চ্ওড়া রাস্তা রয়েছে। এছাড়া প্রতিটি ঘরে বিদ্যুৎ সংযোগ ও ৩ হাজার লিটার পানির ট্যাংকির ব্যবস্থা করা হয়েছে। ২ কক্ষ বিশিষ্ট রঙিন টিনের সবুজ/মেরুন সেমি পাকা ঘরে ১টি বারান্দা, পেছনের অংশে রান্না ঘর ও টয়লেট রয়েছে।