Home রাজনীতি মে দিবস মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা: জাসদ

মে দিবস মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা: জাসদ

30

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি মহান মে দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের শ্রমিক, কর্মচারী, শ্রমজীবী, কর্মজীবী, মেহনতি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন এবং তাদের মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকার সংগ্রামের সাথে একাত্মতা ও সংহতি জ্ঞাপন করেছেন। তারা বলেন, মহান মে দিবস সকল ধরনের শোষণ-বঞ্চনার বিরুদ্ধে মুক্তিকামী মানুষের সংগ্রামের আলোকবর্তিকা। তারা বলেন, ট্রেড ইউনিয়ন করার অধিকার সাংবিধানিকভাবে স্বীকৃত সর্বজনীন মৌলিক অধিকার। কোনো অজুহাতেই ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা যাবে না। তাঁরা প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক, শহর-গ্রাম, মালিকানা নির্বিশেষে সকল কলকারখানা, শিল্প, উৎপাদনকারী প্রতিষ্ঠান, খামার, কৃষি, গৃহকর্মে নিযুক্ত শ্রমিক কর্মচারীদের ট্রেড ইউনিয়নে সংগঠিত হবার পথে সকল বাধা অপসারণ করার দাবি জানান। তারা শ্রমিক বাঁচার মত মজুরি নিশ্চিত করিতে জাতীয় ন্যুনতম মজুরি ঘোষণার দাবি জানান। তারা শিল্প কলকারাখানাগুলিতে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, শ্রমিক শ্রেণীর রাজনৈতিক ঐক্য, ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন এবং শ্রমিক শ্রেণীর পক্ষে রাজনৈতিক শক্তি ও নেতৃত্বের বিকাশই শ্রমিকদের জন্য মানবিক জীবনের নিশ্চয়তা ও শোষণ-বৈষম্যমুলক সমাজ ব্যবস্থা পরিবর্তণের একমাত্র পথ।

অনুরুপ এক বিবৃতি দিয়েছেন, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা এবং সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।