Home জাতীয় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা

45

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে একটি মত বিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুলাই ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক বৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুন্নবী বলেন, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন থাকবেনা মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ ২ প্রকল্পের উদ্যোগ ও তত্ত্বাবধানে সারাদেশে জমি ও ঘর নেই (ক শ্রেণীর ভূমিহীন পরিবার ) এমন পরিবারকে ২ শতক জমি ও গৃহ প্রদানপূর্বক এই পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তারই আলোকে মেহেন্দিগঞ্জকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে ব্যাপক প্রচারণার মাধ্যমে গৃহহীনদের কাছ থেকে আবেদন গ্রহণ এবং তা যাচাই-বাছাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২১ জুলাই মেহেন্দিগঞ্জের আলীমাবাদ, জাঙ্গালিয়া, চরগোপালপুর ও শ্রীপুর এই ৪টি ইউনিয়নের ভূমিহীন ও গৃহহীন ১৪৫ টি পরিবারকে ২ শতাংশ জমি সহ ঘর প্রদান করা হবে। পর্যায়ক্রমে আরও ঘর নির্মাণপূর্বক ভূমিহীন ও গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হবে। উপকারভোগী নির্বাচন, নির্বাচিত উপকারভোগীদের মাঝে খাস জমি বন্দোবস্ত এবং ঘরের গুণগত মান নিশ্চিত করে ইতিমধ্যে সারা দেশে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের গৃহ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপ-প্রকৌশলী মোঃ শফিউল্লাহ, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আঃ রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, মেহেন্দিগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকত, সাধারণ সম্পাদক মোঃ তাজেম আলী লিটনসহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকবৃন্দ।