Home সারাদেশ মেহেন্দিগঞ্জে-দূর্গাপূজার প্রতিমা ভাংচুরের অভিযোগ

মেহেন্দিগঞ্জে-দূর্গাপূজার প্রতিমা ভাংচুরের অভিযোগ

32

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ সারা বছর মেহেন্দিগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলেও দূর্গাপূজার সময় ঘনিয়ে আসলেই একটি কুচক্রী মহল নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য হিন্দু-মুসলমানের দীর্ঘ সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা লিপ্ত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাশিপুর দূর্গা মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাংচুরের এমনই একটি অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত গভীর রাতে উপজেলার কাশিপুর দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমকে কমিটির সভাপতি দীলিপ ঢালী জানিয়েছেন। তবে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভাংচুর করা হয়নি, নির্মাণাধীন প্রতিমার হাত ও মাথা খুলে ফেলে নিচে পায়ের কাছে রাখা ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুলে ফেলা হাত ও মাথা লাগানো হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে মন্দিরে পুলিশ মোতায়েন করা হয়ছে। ওসির ধারনা করছেন, বর্তমানে মেহেন্দিগঞ্জে রাজনৈনিক অস্থিরতা চলছে। এক পক্ষ অপর পক্ষকে ফাঁসাতে এমন ঘটনা ঘটাতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেছেন। তবে তদন্ত শেষেই প্রকৃত ঘটনা জানা যাবে। মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুননবী সংবাদ মাধ্যমকে জানান, সামনে দূর্গাপূজার জন্য নির্মাণাধীন প্রতিমার কয়েকটির মাথা খুলে ফেলা হয়েছে। কয়েকটির হাত ভেঙ্গে ফেলা হয়েছে।সে গুলো মেরামত করা হচ্ছে। তিনি আরো জানান, পুলিশ ঘটনা তদন্ত করছে। ঘটনার রহস্য উদ্ধারের চেষ্টা চলছে। যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। কমিটির সভাপতি দিলীপ ঢালী আরো জানান, শনিবার রাত দেড়টা পর্যন্ত প্রতিমা নির্মানের কাজ করেছে মৃৎ শিল্পীরা। মন্দিরের চারপাশে টিনের বেড়া রয়েছে। সেই বেড়া আটকে শিল্পীরা ঘুমাতে গেছে। সকালে এসে দেখতে পেয়েছে প্রতিমা ভাংচুর করা হয়েছে। দিলীপ ঢালি জানান, দুর্বৃত্তরা মন্দিরের দূর্গা প্রতিমার ৬ হাত, অসুরের মাথা ও নাক, সিংহের দাঁত, লক্ষ্মীর দুই হাত, সরস্বতীর দুই হাত, কার্তিকের মাথা, গনেশের চার হাত ভাঙ্গা ছিলো। এছাড়াও অসুরের ও লক্ষ্মীর মাথার চুল খুলে ফেলে এলোমেলো করে নিচে ফেলা ছিলো।
তিনি জানান, নির্মানাধীন এসব প্রতিমা মেরামতের কাজ চলছে। মেহেন্দিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল এই ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান। এ ছাড়াও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্রজগোপাল দেবনাথ মেহেন্দিগঞ্জের কাশিপুরে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে যে বা যাহারা জড়িত আছে তাদেরকে দ্রুত খুঁজে বের করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।