Home সারাদেশ মেহেন্দিগঞ্জের প্রয়াত শিক্ষাবিদ কাশেম স্যারের জমি দখল

মেহেন্দিগঞ্জের প্রয়াত শিক্ষাবিদ কাশেম স্যারের জমি দখল

482

মেহেন্দিগঞ্জ প্রতিনিধ: মেহেন্দিগঞ্জের প্রয়াত শিক্ষাবিদ ও সমাজ সেবক আবুল কাশেম সিকদার স্যারের স্টিমারঘাটে ডাক বাংলো সংলগ্ন জমি ও ঘর দখল করে নিয়েছে চুনারচরের কাদের জমাদ্দার ও তার দলবল।সরেজমিনে গিয়ে দেখা গেছে কাশেম স্যারের রেকর্ডীয় নয় শতাংশ জমিতে টিনের বেড়া দিয়ে দখল করে সেখানে থাকা ঘর ও লেট্রিন স্থাপনা ভেঙ্গে ফেলেছে! খবর নিয়ে জানা গেছে কাশেম স্যারে পুত্র-কন্যা কেউ এলাকায় বসবাস করেন না! স্যারের একমাত্র ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রামে খুব কম আসেন এই সুযোগে স্থানীয় দুর্ধর্ষ প্রকৃতির কাদের জমাদ্দার ও তার ছেলে দলবল নিয়ে জমিটি দীর্ঘদিন থেকেই দখলের পাঁয়তারা করে আসছে! এবিষয়ে স্যারের পরিবারের পক্ষ থেকে একটি জিডিও করা হয়! স্যারের পরিবারের কেউ না থাকার সুযোগে রাতের আঁধারে এই দখল ও স্থাপনা ভাংচুরের কাজটি করেছে বলে অভিযোগ পাওয়া যাবে! স্যারের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক থানায় অভিযোগ করায় স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছে! এবিষয়ে কাশেম স্যারের পুত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিকদার জুলকারনাইনের সঙ্গে কথা বললে তিনি জানান যে “এলাকায় আমাদের পরিবারেরব কেউ না থাকার সুযোগে কাদের জমাদ্দার তার ছেলেরা লোকজনসহ পুরাতন ডাকবাংলোর নিকটে আমাদের জমি দখল করে সেখানে থাকা আমাদের ঘর ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে ফেলেছে বলে আমার এক চাচাতো ভাই আমাকে ফোনে জানিয়েছে! থানায় অভিযোগ দেয়া হয়েছে, বিশ্বাস করি তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমাদের সুরক্ষা প্রদান করবেন। দুস্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করছি!”।