Home খেলা মেক্সিকোর বিপক্ষে জয়ের রাতে রেকর্ড বইয়ে মেসি

মেক্সিকোর বিপক্ষে জয়ের রাতে রেকর্ড বইয়ে মেসি

29

ডেস্ক রিপোর্ট: গতরাতে লিওনেল মেসির দুর্দান্ত নৈপুন্যে মেক্সিকোকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হারের পর বাঁচা-মরার লড়াইয়ে ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ম্যাচে মেসি নিজে এক গোল করেছেন, সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন। এমন নৈপুন্যে রেকর্ড বইয়ে বিভিন্ন স্থানেই জায়গা করে নিয়েছেন মেসি।
ম্যাচের ৬৪ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে ১-০ গোলে লিড এনে দেন মেসি। ৮৭ মিনিটে মেসির পাসে গোল করেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এর মাধ্যমে ১৯৬৬ সাল থেকে সর্বকনিষ্ঠ এবং সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে এক বিশ্বকাপের এক ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করার দু’টি রেকর্ডই দখলে নিয়েছেন মেসি।
২০০৬ সালে নিজের অভিষেক বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ট (১৮ বছর ৩৫৭তম দিন) খেলোয়াড় হিসেবে গোল ও অ্যাসিস্ট করেছিলেন মেসি। এবার মেক্সিকোর বিপক্ষে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় (৩৫ বছর ১৫৫তম দিন) হিসেবে গোল ও অ্যাসিস্ট করে রেকর্ডের মালিক হন তিনি।
পাঁচটি বিশ্বকাপে অ্যাসিস্ট করা ইতিহাসের প্রথম খেলোয়াড় এখন মেসি।
এই নিয়ে বিশ্বকাপে ছয়টি অ্যাসিস্ট করলেন মেসি। অ্যাসিস্ট করার ক্ষেত্রে যৌথভাবে তৃতঅীয়স্থানে আছেন তিনি। সবচেয়ে বেশি ৮টি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা। ৭ অ্যাসিস্ট নিয়ে সবার উপরে পোল্যান্ডের গ্রজেগর্জ লাটো।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচের প্রথম গোলে কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে স্পর্শ করেছেন মেসি। বিশ্বকাপে ম্যারাডোনার সমান ৮টি গোল রয়েছে তার। মজার ব্যাপার হলো, ৮ গোলের ৬টি বাঁ-পায়ে করেছেন তিনি। এই রেকর্ডে সবার উপরে সাবেক খেলোয়াড় গাব্রিয়েল বাতিস্তুতা।
মেক্সিকোর বিপক্ষে মাঠে নেমেই ম্যারাডোনার পাশে বসেন মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ২১ ম্যাচ খেলার রেকর্ড এখন ম্যারাডোনা ও মেসির। গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নামলেই রেকর্ডটি এককভাবে নিজের করে নিবেন মেসি। ঐ ম্যাচে গোল করলেই বিশ^কাপে সবচেয়ে বেশি গোলে ম্যারাডোনকে টপকে যাবেন মেসি।
এই নিয়ে আর্জেন্টিনার হয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন মেসি। ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত টানা গোল করার রেকর্ড স্পর্শ করার পথে তিনি।
এ বছর আর্জেন্টিনার হয়ে ১৩টি গোল করেছেন মেসি। এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ গোলে নিজের রেকর্ড ভেঙ্গেছেন মেসি। ২০১২ সালে ১২টি গোল করেছিলেন মেসি।
মেক্সিকোর বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেসি। এই নিয়ে বিশ্বকাপের মঞ্চে সাতবার সেরার পুরস্কার জিতলেন তিনি। এ ক্ষেত্রে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করলেন মেসি। এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসে সাতবার ম্যাচ সেরা হয়েছেন রোনালদো।
বাসস