Home আন্তর্জাতিক মালির একটি কৃত্রিম হ্রদে নৌকা দুর্ঘটনায় ২০ জনের প্রাণ হানি

মালির একটি কৃত্রিম হ্রদে নৌকা দুর্ঘটনায় ২০ জনের প্রাণ হানি

39
Malian people sit on a boat saling on the Niger river on April 4, 2013 in Gao. The United Nations expressed concern over reprisal attacks against ethnic Tuaregs and Arabs in Mali, where a French-led intervention recently routed Islamist rebels. AFP PHOTO / JOEL SAGET

আন্তর্জাতিক ডেস্ক: মালির একটি কৃত্রিম হ্রদে নৌকা দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের প্রাণ হানি ঘটেছে। এদিকে এ ঘটনায় নয়জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পার্শ্ববর্তী বায়া’র মেয়র জানান, যাত্রীরা সোমবার মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপনের জন্য যাওয়ার সময় তাদের বহন করা নৌকা সেলিনগুয়ে হ্রদে একটি গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ায় এসব প্রাণ হানি ঘটে।
হ্রদটি মালির রাজধানীর প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে গিনি সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
মেয়র জানান, জেলেরা পানি থেকে ২৩টি লাশ এবং নয়জনকে জীবিতাবস্থায় উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেলিনগুয়ে পুলিশ জানায়, এ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে।