Home সাহিত্য ও বিনোদন মালাইকার মতো ঝলমলে চুল পেতে হলে

মালাইকার মতো ঝলমলে চুল পেতে হলে

25

ডেস্ক রিপোর্ট: বলিউড সুন্দরী মালাইকা অরোরা শরীর ফিট রাখার পাশাপাশি ত্বক ও চুলের যত্নের ব্যাপারে বিশেষভাবে সচেতন। অবশ্য এটি তাঁকে দেখলেই বোঝা যায়। চল্লিশের কোটার শেষের দিকে পা রাখলেও তাঁকে দেখলে মনে হয় সবে মাত্র ৩০ পেরিয়েছেন।
বলিউডে ক্যারিয়ার শুরু পর থেকে মালাইকা তাঁর ঘন সুন্দর চুলের জন্য বেশ বিখ্যাত। তাঁর চুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই। অনেকেই হয়তো ভাবতে পারেন, এই সুন্দর চুলের যত্নের পেছনে মালাইকা স্যালনে অনেক সময় ও অর্থ ব্যয় করেন। সেই সঙ্গে ঘরে দামি পণ্য ব্যবহার করেন। সবার এই ধারণাকে ভুল প্রমাণ করে মালাইকা নিজেই জানালেন তাঁর সুন্দর ঝলমলে চুলের রহস্য।
আর ১০ জন ভারতীয় নারীর মতো মালাইকা চুলে তেল লাগিয়ে থাকেন। শুধু তা–ই নয়, সেই তেল নিজে ঘরে তৈরি করেন। এই নিয়ে তিনি বলেন, ‘শুটিংয়ের সময় আমার চুল সেট করতে নানা রকমের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করতে হয়। এভাবে আমার চুলের বেশ ক্ষতি হয়েছিল। এরপর আমি আমার নিজের রেসিপিতে একটি তেলের প্যাক তৈরি করে সপ্তাহে একবার তা দিয়ে চুলের তালু ও চুলের গোড়া ম্যাসাজ করতে লাগলাম। এভাবে চুলের সমস্যার সমাধানই শুধু পেলাম না, আমার চুল আগের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে উঠল।’

নিজের ভক্তদের জন্য সেই রেসিপি তিনি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে। ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজে বানিয়ে ফেলা যাবে সেই ‘মালাইকা স্পেশাল চুলের তেল’। এ জন্য দরকার হবে সমপরিমাণের নারিকেল তেল, অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল। এর সঙ্গে মেশাতে হবে বেশ খানিকটা মেথি দানা ও কারি পাতা। এভাবে মিশিয়ে রোদে দিতে হবে পাঁচ থেকে সাত দিন।
মালাইকা অরোরা জানান, ‘এই তিন ধরনের তেলই ভিটামিন ই ও ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ। এরা মাথার ত্বকের ওপর একটি আলাদা আস্তরণ তৈরি করতে সক্ষম। এভাবে তারা ত্বকের আর্দ্রতা রক্ষা করে। অন্যদিকে মেথি দানায় প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। এই দুটি উপাদান চুলের জন্য বেশ উপকারী। আর কারি পাতায় রয়েছে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন ও প্রোটিন, যা চুল পড়া কমাতে এবং এর বৃদ্ধি বাড়াতে পারে।’
‘মালাইকা স্পেশাল চুলের তেল’ কীভাবে ব্যবহার করতে হবে—তাও তিনি বলে দিয়েছেন। পরিমাণমতো তেল একটু গরম করে মাথার তালু ও চুলে লাগিয়ে বেশ ভালোভাবে ম্যাসাজ করে ৪৫ থেকে ৬০ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। ফলাফল নিয়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আশ্বস্ত করতে পারি, এই তেল নিয়মিত ব্যবহার করলে, চুল পড়া কমার পাশাপাশি চুল আরও ঘন, আরও উজ্জ্বল দেখাতে শুরু করবে।’
প্রথমআলো