Home সাহিত্য ও বিনোদন মহান স্বাধীনতার ওপর একটি অসাধারণ নতুন গান লিখলেন সাংবাদিক আজাদী

মহান স্বাধীনতার ওপর একটি অসাধারণ নতুন গান লিখলেন সাংবাদিক আজাদী

25

ঐ স্বাধীন পতাকা আমার
কথা: জাকির হোসেন আজাদী

আমি পায়নি খুজে আমার হারানো ভাইকে
পায়নি খুজে আমার নোলক পরা সেই বোনকে
তবে কি- ঐ স্বাধীন পতাকা আমার হারানো ভাই
তবে কি- ঐ স্বাধীন বলাকা আমার হারানো বোন
এই সবুজের সমারোহে, নিসর্গ কুঞ্জে কুঞ্জে
আজও তাদের খুঁজে বেড়াই।।

আমি কোথাও দেখিনা আমার প্রিয়তমাকে
যার শুন‍্যতা জীবন বিপন্ন করেছে আমাকে
তবে কি- সে আজ রক্তে ভেজা মানচিত্র
কৃষক যেথায় ফসল ফলায় দিবা রাত্র
মাঝি যেথায় ভাটিয়ালি গান গায়।।

আমি কোথাও দেখিনা আমার ছোট্ট শিশুকে
নতুন পৃথিবীর স্বপ্ন আঁকা ছিল যাহার বুকে
তবে সে কি আজ রক্তিম সূর্য আলোকছটা
মুক্তদানার মত সকালের শিশির ভেজা ফুল
ওলির ছোঁয়ায় ফুল সুগন্ধ ছড়ায়।।