Home জাতীয় ভোলায় ভ্রাম্যমান আদালত: ১৩ দিনে ১৪ লাখ টাকা জরিমানা, ৩৬...

ভোলায় ভ্রাম্যমান আদালত: ১৩ দিনে ১৪ লাখ টাকা জরিমানা, ৩৬ জনের কারাদণ্ড

41

ভোলা প্রতিনিধি: ভোলায় কঠোর বিধিনিষেধের মধ্যে স্বাস্থ্যবিধি অমান্য করা এবং বিনা কারণে সড়কে বের হওয়ার অপরাধে ১৩ দিনে ১ হাজার ৬০৩ জনকে জরিমানা ও ৩৬ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ১৩ দিনে ভোলায় ৭ উপজেলায় ২০২টি কোর্টে ১ হাজার ৫২২টি মামলা হয়েছে।
১ জুলাই থেকে মঙ্গলবার (১৩ জুলাই) পর্যন্ত এ জেল জরিমানা হয়। জেলায় এ পর্যন্ত মোট জরিমানা করা হয়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৪৫০ টাকা।
এদিকে কঠোর বিধিনিষেধের ১৩তম দিনে জেলার ৭ উপজেলায় আরো ১১টি ভ্রাম্যমাণ আদালতে ৭০ টি মামলায় ৯৫ জনকে ৪১ হাহার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে শহরের গুরুত্বপ‚র্ণ পয়েন্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট,এক্সিটিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র‌্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চলছে। চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এছাড়াও চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
এদিকে সড়কে যানবাহনের চলাচল বেড়েছে। কিছু কিছু এলাকায় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।