Home রাজনীতি ভোটাধিকার হরণের দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে: বাম জোট

ভোটাধিকার হরণের দায়ে বর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে: বাম জোট

45

ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ডেমরার সারুলিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করার দায়েবর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে। তারা বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। সমাবেশ থেকে সংসদ ভেঙে দেয়া ও সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ ও দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ ১৯ জুলাই বুধবার, বিকেল ৫টায় নগরীর ডেমরা থানা এলাকার সারুলিয়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি ডেমরা থানা শাখার সম্পাদক, পাটকল শ্রমিকনেতা মো. গোফরানের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির নেতা মঞ্জুর মঈন, সিপিবি ডেমরা শাখার নেতা হোসেন বেগ, বাসদ ডেমরা থানা কমিটির সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।