Home সারাদেশ ভাষা সৈনিক এড. আব্দুর রহিমের স্মরণ সভা

ভাষা সৈনিক এড. আব্দুর রহিমের স্মরণ সভা

54

নজরুল ইসলাম, সাতক্ষীরা: এড. আব্দুর রহিম ছিলেন মুক্তমনের প্রতিবাদী মানুষ। তিনি ছিলেন সৎ সাহসী, দৃঢ়চেতা, নির্লোভ, ত্যাগী, আত্মমর্যদা সম্পন্ন, সবার কাছে গ্রহণযোগ্য একজন নিরহংকারী মানুষ। এসব কারণে তিনি জীবনের দীর্ঘ সময় আইনজীবীদের নেতৃত্ব দিয়েছেন। নেতৃত্ব দিয়েছেন আত্মমানবতার সেবায় নিয়োজিত রেডক্রিসেন্টের মত প্রতিষ্ঠানে। একটি রাজনৈতিক দলের নেতা হয়েও তিনি সবদলের নেতাকর্মীদের কাছে সমান গ্রহণযোগ্যতা ধরে রাখতে পেরেছিলেন। তার বলিষ্ঠ নেতত্ব সাতক্ষীরার ভূমিহীন-ক্ষেতমজুরদের অধিকার আদায়ের সংগ্রামকে ত্বরান্বিত করে বহু মানুষের পুণর্বাসনের পথ তৈরী করে দেয়। নাগরিক অধিকার আদায়ের পাশাপাশি জেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে তিনি নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ১৯৫২ এর ঐতিহাসিক ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তিনি ভূমিকা রেখেছেন। এসব কারণে এড. আব্দুর রহিমের মৃত্যু নেই। তিনি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অমর হয়ে থাকবেন। জেলা নাগরিক কমিটি আয়োজিত এড. আব্দুর রহিমের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব বলেন। শনিবার সকাল ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কমিটির আহবায়ক আনিসুর রহিম। বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. ওসমান গণি, জেলা বাসদের সংগঠক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, জেএসডির জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকার, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির নেতা ও এড. আব্দুর রহিমের পুত্র আনোয়ার জাহিদ তপন, সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু প্রমুখ। স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল।