Home শিক্ষা ও ক্যাম্পাস ভালোবাসা দিবসে নোবিপ্রবি প্রেমবঞ্চিত সংঘের প্রতিবাদী র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ

ভালোবাসা দিবসে নোবিপ্রবি প্রেমবঞ্চিত সংঘের প্রতিবাদী র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ

82

নোবিপ্রবি প্রতিনিধি: বিশ্ব ভালোবাসা দিবসে সবাই যখন প্রিয়জনদের নিয়ে ব্যস্ত, সে সময় ‘প্রতিবাদী র‍্যালি ও বিক্ষোভ সমাবেশ’ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সিঙ্গেলদের সংগঠন ‘প্রেমবঞ্চিত সংঘ, নোবিপ্রবি’।

আজ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রতিবাদী র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় উপাসনালয়, বিবি খাদিজা হল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হল ও ভাষা শহীদ আব্দুস সালাম হল প্রদক্ষিণ করে আবারো শান্তিনিকেতনে এসে শেষ হয়। এসময় তারা ‘প্রেমের নামে প্রহসন ভেঙ্গে দা’, অশ্লীলতার গদিতে, আগুন জ্বালাও একসাথে, ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’সহ নানা শ্লোগান দিতে দিতে থাকেন।

প্রতিবাদী র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের কাপলরোডের পাশে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতারা।এসময় সংগঠনটির সভাপতি সাকিব আল হাসান,সহ-সভাপতি হিমেল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুর রহমান সহ প্রেমবঞ্চিত সংঘের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।