Home ধর্ম ভারতে ‘করোনা দেবী’র মন্দির তৈরি করে পূজা

ভারতে ‘করোনা দেবী’র মন্দির তৈরি করে পূজা

49

ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশের শুক্লাপুরে ‘করোনা দেবী’র মন্দির বানিয়ে পূজা করছেন গ্রামবাসী। মহামারির হাত থেকে বাঁচতেই এ পথ বেছে নিয়েছেন তারা। হলুদ রঙের এ মন্দিরের নির্মাণ শেষ হওয়ার পর সেখানে প্রতিমা স্থাপন করে রীতিমতো পূজা করা শুরু হয়েছে। শনিবার (১২ জুন) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পূজা-অর্চনার করে ফল পাওয়া যাচ্ছে কিনা তার জবাব অবশ্য পুরোপুরি দিতে পারেননি গ্রামবাসীরা। কারণ ওই গ্রাম যে জেলায় অবস্থিত সেখানে শনিবার অনেক রোগী শনাক্ত হয়েছে। তবে করোনা সংক্রমণের চূড়ার চেয়ে এই সংখ্যাটা অবশ্য কম।

সঙ্গীতা নামে পরিচয় দেওয়া সেখানকারী নারী বাসিন্দা বলেন, ‘হয়তো তার আশীর্বাদে গ্রামবাসী, আমাদের এই গ্রাম ও অন্য সবাই মহামারি করোনাভাইরাসের হাত থেকে কিছুটা হলেও ছাড় পেতে পারে।’
-ইত্তেফাক