Home জাতীয় ব্রাহ্মণবাড়িয়ায় বিডার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় বিডার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা সম্মেলন

48

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বৃহষ্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তা সম্মেলন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বাস্তবায়নাধীন “উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প”-এর আয়োজনে এ উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.মেহেদী মাহমুদ আকন্দ এর সভাপতিত্বে ও সফল উদ্যোক্তা বাছির দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি পৌর মেয়র মিসেস নায়ার কবীর,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি,বিডা ব্যবস্থাপনা পরিষদ সদস্য এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,প্রভাষক মো.মনির হোসেন,বিডা সমন্বয়ক মো.ফিরোজুর রহমান,প্রশিক্ষণার্থী জুয়েলুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বেশী বেশী উদ্যোক্তা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেছেন। এ লক্ষ্য নিয়ে বিডার ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে যথার্থ উদ্যোক্তা তৈরীর জন্য নানারকম প্রশিক্ষণ আয়োজন করছেন। চাকুরী প্রার্থীর সংখ্যা কমে উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি পেলেই আমরা উন্নত বাংলাদেশ সৃষ্টি করতে পারবো।
ব্রাহ্মণবাড়িয়া বিডার সমন্বয়ক মো.ফিরোজুর রহমান বলেন,ব্রাহ্মণবাড়িয়ায় বিডা নির্ধারিত লক্ষ্যমাত্রার একশত ভাগ প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বিডার প্রশিক্ষণ কাংখিত উদ্যোক্তা সৃষ্টিতে প্রশংসাসূচক ভূমিকা পালন করছে। বিডার প্রশক্ষণার্থীরা আন্তর্জাতিক লক্ষ্যমাত্রারও অধিক সফলতা পাওয়া যাচ্ছে।