Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র মৈত্রীর অবস্থান কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র মৈত্রীর অবস্থান কর্মসূচি

64

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দাবিতে বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি অবস্থান কর্মসূচি পালন করেছে। শনিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত দু’ঘন্টাব্যাপী কর্মসূচীতে জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সানিউর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুবায়েদ আহমেদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক এড. আবদুন নূর, জেলা ন্যাপ সভাপতি এডঃ শফিকুর রাহমান, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, জেলা যুব মৈত্রীর আহ্বায়ক এড. মো. নাসির মিয়া, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম, জেলা খেলাঘর আসর’র সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, সাবেক কেন্দ্রীয় ছাত্র মৈত্রী সহ-সভাপতিও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ প্রমূখ।
বক্তারা বলেন, বৃটিশ পূর্ববর্তী সময় থেকে বর্তমান সমৃদ্ধ জেলা ব্রাহ্মণবাড়িয়া, শিক্ষা-শিল্প-সাহিত্য-সংস্কৃতির রাজধানী খ্যাত এই ব্রাহ্মণবাড়িয়ার পুরোদেশের সাথে যোগাযোগ ব্যাবস্থাও উন্নত। এই জেলার গ্যাস-সার-বিদুৎ পুরো দেশের চাহিদা পূরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বৃটিশ বিরোধী আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যেকোন আন্দোলন সংগ্রামে ব্রাহ্মণবাড়িয়ার ভূমিকার ছিল উল্লেখযোগ্য। অথচ দেশ স্বাধীন হওয়ার পরেও সমৃদ্ধ এই জনপদে গড়ে উঠেনি কোন সরকারি মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় কিংবা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বক্তারা দেশে ব্রাহ্মণবাড়িয়ার অবদানকে বিবেচনায় এনে দ্রুততর সময়ে দাবীকৃত প্রতিষ্ঠানসমূহ স্থাপনের দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচীর ডাক দেয়া হবে বলেও জানান।